সরকারি মুসলিম হাই স্কুলে ভাঙচুরের প্রতিবাদে বর্তমান ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইসকনকে সন্ত্রাসী উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুলের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র এম.এ. হান্নান, রোকন উদ্দীন, তৌসিফ, ওমর ফয়সাল, অনি প্রমুখ। বক্তারা স্কুলে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র এমএ. হান্নান বলেন, শুধুমাত্র স্কুলের নামে মুসলিম শব্দ উল্লেখ থাকায় ইসকন অনুসারীরা স্কুলে হামলা করে। এই হামলা শুধুমাত্র স্কুলের ওপর আক্রমণ নয়, এটি আমাদের ঐতিহ্য ও পরিচিতির ওপর আঘাত। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
অন্য বক্তারা বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে।
পূর্বকোণ/জেইউ