চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দেশ ষড়যন্ত্রমুক্ত নয়, চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে: মুহাম্মদ শাহজাহান

বিজ্ঞপ্তি

২৮ নভেম্বর, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ এখনও ষড়যন্ত্রমুক্ত নয়। গণতন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য সরকার চেষ্টা করছে। দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা আমিরদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডাক্তার একেএম ফজলুল হক, নগর শুরা ও কর্মপিরষদ সদস্য এসএম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান এলাহী, থানা আমির ও নগর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আহমুদুল আলম, আবুল মোকাররম, মুহাম্মদ ঈসমাইল, থানা আমির মাহমুদুল হাসান, আহমদুল খালেদুল আনোয়ার, এমএ গফুর, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, মাওলানা জাকের হোসাইন, সুলতান আহমদ প্রমুখ।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। তাই জামায়াতের ওপর চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দেশের ভবিষ্যৎ সুখকর নয়। দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি সকলকে সংগঠন মজবুত ও সম্প্রসারণ করার জন্য মাঠে-ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট