চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জুলুমের পরিণতি কখনই ভালো হয় না: শামসুজ্জামান হেলালী

বিজ্ঞপ্তি

২৮ নভেম্বর, ২০২৪ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ইসলামই মুক্তির একমাত্র গ্যারান্টি। জীবনের প্রতিটি বিষয়ে রাসুলের সুন্নাহ অনুসরণেই মানুষের প্রকৃত কল্যাণ নিহিত। জুলুমের পরিণতি কখনই ভালো হয় না। জুলুম দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনার কারণ হবে। এ পথ পরিহার করে আলোর পথ ইসলামের দিকে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

 

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চত্বরে শুলকবহর ৮ নম্বর শ্রমজীবী ওয়ার্ড শাখা জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এন্তেজামিয়া কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন আলীশাহ খামার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, প্রকৌশলী জয়নুল আবেদীন, ওমর ফারুক প্রমুখ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট