চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পশ্চিম ষোলশহর ওয়ার্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪ | ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত দলের সভাপতি আবুল হাসান আবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. এসকান্দর মির্জা, মোহাম্মদ মনজুর আলম মঞ্জু, মহিলা নেত্রী জিন্নাতুন নেসা জিনু ,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ মুন্সী ।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আপনারা জোর জুলুম করবেন না, সাংগঠনিক পরিপন্থি এমন কোন কার্যক্রম করবেন না, যার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়। সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

 

পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, মো. বদিরুল আলম বদি, মো. গোলাম মোস্তফা মো. জাবেদ, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মকবুল, মো. আবুল হাসান, মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মীর সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল কন্ট্রাক্টর, দপ্তর সম্পাদক মো. রাশেদ হাসান, সহ দপ্তর সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মো. আব্দুল মন্নান, সহপ্রচার সম্পাদক মো. শফিউল আলম, যুব বিষয়ক সম্পাদক মো. শফি কনট্রাক্টর, মহিলা সম্পাদক নুরজাহান বেগমও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট