চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- চট্টগ্রামের বাকলিয়া কালামিয়া বাজার জসিম কলোনির মজিবুর রহমানের ছেলে মো. হান্নান (৩৩), কাজির দিয়া মালির বাড়ি, বলিশাল বাজার এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. আরাফাত (১৯) ও পশ্চিম মোহরার গোলাপের দোকান সেলিমের পিতার বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আকবর হোসেন (২৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ