চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ২ টাকায় স্কুলে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক‍্যাম্প

বিজ্ঞপ্তি

২২ নভেম্বর, ২০২৪ | ৯:৪৫ অপরাহ্ণ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রামে দুই টাকায় স্কুলে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক‍্যাম্পের উদ্বোধন করা হয়।

উক্ত স্বাস্থ্য ক‍্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে এখনো লাখ লাখ মানুষ অর্থের অভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক‍্যাম্পের উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে এই কার্যক্রম সারাদেশ ব‍্যাপী ছড়িয়ে দিতে চেষ্টা অব‍্যাহত থাকবে। এই কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুই টাকায় স্কুলের অর্থ সম্পাদক উৎপল কুমার দাস, সমাজকল‍্যাণ সম্পাদক মো. ইব্রাহিম খলিফা, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সদস্য মো. শাহীন, মো. সানজাদ, মো. সজিব, দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের সেক্রেটারি মো. আরাফাত, মো. সাব্বির, মো. মাহিম, মো. আফজাল, তাহিয়াতুল, আক্তার, আলীমা আক্তার প্রমুখ।

এ সময় উক্ত হেলথ ক‍্যাম্পটি পরিচালনা করেন ডা. সৈয়দ আনজারুল হক ইমরান। অনুষ্ঠানে সহযোগী আয়োজক হিসেবে ছিলেন কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাব ও মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন।

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট