চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে টিন বিতরণ জামায়াতের

বিজ্ঞপ্তি

২২ নভেম্বর, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী বেডিবাঁধে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা শাখা।

 

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টিনগুলো বিতরণ করেন।

 

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের খারাপ সময়েও চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। নেতারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, ওসমান গনি, জামায়াত নেতা মোহাম্মদ সাহেদ, হাফেজ আলমগীর হোসাইন রহিম, মামুন খান, শফিউল আজম, মোহাম্মদ হোসেন, মো. ইউনুস, ডা. কালাম, জাহাঙ্গীর, কামরুল ইসলাম, কাজী টিপু, ডা. জাহিদ, নোমান, রাকিন, শাহীন, জিয়াউর রহমান, মজিবুল হক বকুল, ডা. মেজবাহ উদ্দিন মনসুর, জাহিদ হোসেন, জামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট