চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪ | ৯:২৪ অপরাহ্ণ

ছাত্রাবাসের আসন বরাদ্দকে কেন্দ্র করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের একটি পক্ষের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, এ ঘটনায় আহত চারজনকে চমেকে আনা হয়েছে।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডির্পামেন্টের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তভাবে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। হঠাৎ করে বাইরে থেকে কিছু বহিরাগত ঢুকে এলোপাতাড়ি মার শুরু করে। আমি একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু আমাকে শিবির বলে নিচ থেকে ইট ছুড়েছে। কিন্তু আমি তো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না।

নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আবাসিক হল খোলা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহিরাগত কেউ হোস্টেলে যায় নি। মারধরের ঘটনাও ঘটেনি।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফসসাল আহমেদ বলেন, ‘ইনস্টিটিউটের বন্ধ থাকা দুটি হোস্টেলের সিট বরাদ্ধকে কেন্দ্র করে একটা উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত দুই পক্ষকে সরিয়ে এলাকাটি নিয়ন্ত্রণ নেয়। এখন পরিস্থিতি শান্ত আছে। বড় কোন ঘটনা ঘটেনি।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট