চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে আকস্মিক পরিদর্শনে নতুন মেয়র

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ

আকস্মিকভাবে নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চসিকের মালিকানাধীন এই মার্কেট পরিদর্শন করেন তিনি।

 

মেয়রকে কাছে পেয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতারা। এসময় মার্কেটের বিভিন্ন অংশ পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন সমস্যার কথা শুনেন মেয়র। মার্কেটে সেন্ট্রাল এসি স্থাপনসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

 

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, আঞ্চলিক কর্মকতা রেজাউল করিম, এস্টেট অফিসার সাব্বির রহমান সানি, স্থানীয় রাজনীতিবিদ ফরিদুল আলম, সাবেক কাউন্সিলর সেকান্দর আলম, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ হোসেন, সহ-সভাপতি ইব্রাহীম ভুইয়া, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ পেয়ারু, নাজিম উদ্দীন লিটন, অর্থ সম্পাদক মীর মুহাম্মাদ নাছির উদ্দীন সিকদার, সহ- অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মনির হোসেন বাপ্পী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মামুন, সাবেক সহ সভাপতি নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনসহ মার্কেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, চসিকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট