চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম নগর জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন

বিজ্ঞপ্তি

২০ নভেম্বর, ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আন্দরকিল্লা হাজারীগলিতে দেশের নিরাপত্তার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড সন্ত্রাস চালিয়ে আহত করা শুধু দুঃখজনক নয় নিরাপত্তার জন্য হুমকিসরূপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান এবং অবিলম্বে সেনাবাহিনীর উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী।

 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ২০২৫-২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার নির্বাচিত সদস্যের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজাস্থ দেওয়ানজী পুকুর লেনের বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অধিবেশন সম্পন্ন হয়। মহিলাদের নিয়ে পৃথক মহিলা মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক ও আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমি, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, সদরঘাট থানা আমির এম এ গফুর, আকবরশাহ থানা আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ।

 

অধিবেশনে সভাপতির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, সারাদেশে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত সরকারের শাসনামলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবে, ইনশাআল্লাহ।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট