চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পঙ্গুত্ব বরণকারীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব: শাহজাহান চৌধুরী

বিজ্ঞপ্তি

২০ নভেম্বর, ২০২৪ | ৩:৩৬ অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী দুঃশাসনে পুলিশসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় পা হারানোসহ পঙ্গুত্ববরণ করা মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যান সাবেক এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী।

 

তাদের দুঃখ দুর্দশা ও শারীরিক যন্ত্রণার বাস্তব চিত্র দেশের জনগণের নিকট তুলে ধরার জন্য বুধবার (১৯ নভেম্বর) শাহজাহান চৌধুরী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যান।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম। পা হারানো তাহের উদ্দিন, কামাল উদ্দিন ও এনামুল হক। তারা সকলেই সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

 

নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে এই মানুষগুলো যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির জন্যে প্রেরণার উৎস। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট