চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার, ১৫ লাখ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪ | ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সিআরবির বয়লার এভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকা থেকে ৫ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইল ফোন ও ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিআরবি বয়লার এভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইল ফোন ও ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার সরঞ্জামাদিসহ গ্রেপ্তারদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট