চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রদলের কর্মসূচিতে বাধা, সংঘর্ষে আহত ১

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টাঙ্গানো ও মতবিনিময় সভা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ককটেল ফাটানোর অভিযোগ উঠেছে। এতে কলেজটির এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মামুন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

তবে ছাত্রদলের কেউ সংঘর্ষে জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির নেতারা। ওমর গনি এমইএস কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, আজকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রতিনিধি দল আসে। আমারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে আমাদের  প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র হট্টগোল শুরু করে। সেখানে পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলো। যারা এসব করেছে তারা ছাত্রলীগের রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে  কলেজ অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেব না।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতারা। সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মারধরও করে বলে অভিযোগ করেন তারা।

 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ  বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি টিম ও  স্থানীয় ছাত্রদল নেতাসহ কলেজ ক্যাম্পাসে গিয়ে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছিলেন। তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন গিয়ে তাদের ‘কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ’ বলে বাধা দেয় । এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে ৷ এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট