চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

 

ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুই জন হলেন, ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।

 

সোমবারের (১৮ নভেম্বর) সিভিল কার্যালয়ের তথ্যনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

 

এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট