চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ইপিজেডে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে চট্টগ্রাম নগর জামায়াত সেক্রেটারি

বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর, ২০২৪ | ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার জেলেপল্লীতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি এই পরিদর্শনে যান।

 

এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা আমির আবুল মোকাররম, সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর, জামায়াত নেতা শফিউল আলম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ ইউনুস, ডা. কামাল হোসেন, মজিবুল হক বকুল, এডভোকেট শাহেদ।

 

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, এই বিপদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। চট্টগ্রামে প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট