চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া যাত্রীর টাকা আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ১১:১৭ অপরাহ্ণ

সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া যাত্রীর টাকা-আত্মসাতের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন –  মো. নাছির (৪২) এবং মো. ইমরান হোসেন (৫৮)।

 

ওসি মো. আফতাব উদ্দিন জানান, গত ১১ নভেম্বর রাতে একজন ব্যবসায়ী চান্দগাঁও রাস্তার মাথা হতে তার বাড়ির উদ্দেশ্য একটি সিএনজিতে উঠেন। পরে সিএনজিতে রাখা তার ব্যাগটি ভুলবশত না নিয়ে নেমে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর সিএনজির সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগে ব্যবসায়ীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত মূল্যবান কিছু কাগজ ছিল বলে জানা যায়। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় অভিযান চালিয়ে রবিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট