চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন নামের ৬০ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

চট্টগ্রামে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত আকবরশাহ থানা এলাকার মনির হোসেনকে গত শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট