চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে বন্দুকসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ

পাহাড়তলীতে বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পাহাড়তলী থানাধীন গয়নাছড়া খালসংলগ্ন হাজী ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ ।

 

গ্রেপ্তাররা হলেন –  মো. আলমগীর (৩০) ও  আব্দুস সাত্তার সোহেল (৪০)।

 

কাজী তারেক আজিজ জানান, গ্রেপ্তারকৃত আসামিরা গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, যা পুলিশের নজরে আসার পর পুলিশ তাদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট