চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বন্যাদুর্গতদের জন্য ঘর তৈরি করছে জেসিআই চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ২:০৬ অপরাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার ফুল গাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নে ২টি ঘর নির্মাণ করে দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম। এ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিলো পোর্ট সিটি এলায়েন্স চট্টগ্রাম।

 

শনিবার (১৬ নভেম্বর) মুন্সীর হাট ইউনিয়নে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেসিআই চট্টগ্রামের সদস্যরা। সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মুন্না সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহারা কিছু পরিবারের জন্য দীর্ঘমেয়াদী বন্দোবস্তের পদক্ষেপ নেন। তারই ধারাবাহিকতায় ‘শেল্টার অফ হোপ’ পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়।

 

আবাসন হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট শান সাহেদ, জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট ইসমাইল মুন্না, ট্রেজারার মঈনুদ্দিন নাহিদ, ট্রেইনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, ডিরেক্টর আলআমিন মেহরাজ বাপ্পী, ডিরেক্টর সাদ মুস্তাফিজ অনিন্দ, ডিরেক্টর জুয়েল রহমান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।  

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরসরাই বন্যা কবলিত মানুষের জন্য জেসিআই চট্টগ্রামের ব্যবস্থাপনায় কয়েকদফায় কয়েক হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট