চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বিভাগে সেরা ৬ ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা ছয় ‘বাংলাবিদ’। সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে চট্টগ্রামের সেরা হয়েছেন তারা। আজ (১৬ নভেম্বর) শনিবার নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড কুশল বরণ চক্রবর্ত্তী এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। এই প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সেলস ম্যানেজার মোহাম্মদ নূর নবী। এছাড়াও সুন্দর হাতের লেখার জন্য সেরা তিনজনকে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) শরীফুল ইসলাম।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠু প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা ছয় জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র।

ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন