চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া গতিশীল অর্থব্যবস্থা গড়া অসম্ভব: নজরুল ইসলাম

বিজ্ঞপ্তি

১৬ নভেম্বর, ২০২৪ | ৩:৪৩ অপরাহ্ণ

সিবিএফ’র উপদেষ্টা পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গতিশীল ও শক্তিবান একটি ব্যবসা গড়ে তুলতে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আমাদের দেশের অর্থনৈতিক ও ব্যবসায়ী সংগঠনগুলোতে দুর্নীতিবাজ ব্যক্তিরা বসে আছে। দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া কোনভাবেই গতিশীল অর্থব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। গত ১৬ বছর দেশে ব্যবসাবান্ধব পরিবেশ ছিল না। ভ্যাট ও ট্যাক্সের নামে ঘুষ, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি করে ব্যবসায়ীদের হয়রানি করা হয়েছে। এসব বন্ধ করতে হবে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ের একটি হোটেলে চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) মুরাদপুর-চান্দগাঁও অঞ্চলের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিবিএফ মুরাদপুর অঞ্চলের সভাপতি রাশেদুল আজম মঞ্জুরের সভাপতিত্বে ও সেক্রেটারি বিএম সরওয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইংলিশ স্কুলের প্রিন্সিপ্যাল আসাদুল্লাহ আদিল, সিবিএফ সেক্রেটারি শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মামুনুর রশীদ।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট