চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাহাড়তলীতে বেকারিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

 

শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগরের একটি বেকারিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক কর্মকর্তা।

 

তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটি বেকারিতে আগুন লেগেছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়।

 

তিনি আরও জানান, ৫টি ইউনিটে রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে; বেকারির চুল্লি থেকে আগুন আশপাশের ৩ টি ছোট ঘরে ছড়িয়ে গিয়েছিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন