চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চসিক মেয়রের সাথে লেকসিটি প্রকল্পে প্লট বঞ্চিতদের সাক্ষাৎ

বিজ্ঞপ্তি

১৩ নভেম্বর, ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লেকসিটি প্রকল্পে, ৯৮ প্লট বঞ্চিতদের পক্ষে প্রতিনিধিরা।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন প্লট বঞ্চিতদের প্রতিনিধিরা। তারা প্লট বঞ্চিত ৯৮জনের প্লট বুঝিয়ে দেওয়ার আহ্বান জানালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এবং প্লট বঞ্চিতদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

এ সময় প্লট বঞ্চিতদের পক্ষে উপস্থিত ছিলেন লেকসিটি প্রকল্পের প্লট বঞ্চিত গ্রাহক মো. আব্দুল হক, মো. সালাহ উদ্দিন, অধ্যাপক হাসান, আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার জাহাংগীর, সুজিত বড়ুয়া, সাহেলা পারভিন, নূরুল আলম, মো. আব্দুল কুদ্দুস, সীমা বড়ুয়া, মো. নুরুল ইসলাম প্রমুখ।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট