চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলাম

১৩৫ টাকা কেজির আদা নিলামে দর পেল মাত্র ২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসের হিসাবে নিলামে তোলা ২২ হাজার ৩১২ কেজি আদার সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় ৩০ লাখ ৪ হাজার ৪৩৬ টাকা। যার প্রতি কেজি মূল্য ১৩৫ টাকা। অথচ সেই আদা নিলামে তোলা হলে সর্বোচ্চ দর পাওয়া গেছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রতি কেজি হিসাবে যার মূল্য হয় মাত্র ২৫ টাকা। অর্থাৎ ১৩৫ টাকা কেজি দরের আদার সর্বোচ্চ দর পাওয়া গেছে ২৫ টাকা।

 

গতকাল সোমবার চট্টগ্রাম কাস্টমস হাউসের ৪৭ নম্বর প্রকাশ্য নিলামে এই সর্বোচ্চ দর প্রস্তাব করেন এ কে খান গেট এলাকার প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার তথ্য থেকে এই দর নিশ্চিত করা হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত আদার প্রকাশ্য নিলাম ছাড়াও কমলা ও বিভিন্ন ধরনের ফলের জুসেরও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।

 

এরমধ্যে ৪৬ নম্বর প্রকাশ্য নিলামে ছিল ৫২ হাজার ২শ কেজি কমলা। যার সংরক্ষিত মূল্য ধরা হয় ৪৭ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা। প্রতি কেজির মূল্য ধরা হয় সাড়ে ৯০ টাকা। অথচ ওই কমলার নিলামে সর্বোচ্চ কেজি দর উঠেছে সাড়ে ১০ টাকা। এই নিলামে আশ্রাফ আলী রোডের প্রতিষ্ঠান মেসার্স মঈনুদ্দিন জাবেদ ট্রেডার্স ৫২ হাজার ২শ কেজি কমলার সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ৫ লাখ ৫০ হাজার টাকা।

 

অন্যদিকে, ৪৫ নম্বর প্রকাশ্য নিলামে ছিল সর্বমোট ৩ হাজার ৪২২ লিটার জুস। যার সংরক্ষিত মূল্য ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকা। এসব জুসের অধিকাংশেরই মেয়াদ রয়েছে আর দুই/তিন মাস।

 

এসব জুসের মধ্যে রয়েছে ২৯২ লিটার পাইনাপেল জুস (১ লিটারের বোতল), ৮৪২ লিটার ম্যাঙ্গো জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৫৯২ লিটার অ্যাপল জুস (১ লিটারের বোতল), ৪২২ লিটার স্ট্রবেরি এন্ড বানানা জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৬৯৮ লিটার পেয়ারার জুস (২৫০ মিলি লিটারের বোতল) এবং ৫৭৬ লিটার ম্যাঙ্গো জুস (১ লিটারের বোতল)। তবে ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকার এই জুসের সর্বোচ্চ দর উঠেছে ১ লাখ ২০ হাজার টাকা। নগরীর স্টেশন রোডের প্রতিষ্ঠান রফিক এন্ড ব্রাদার্স এই দর প্রস্তাব করেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট