চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পতেঙ্গায় যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ

পতেঙ্গায় যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পতেঙ্গা থানার সিআর- ২৩৫/২৩ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে আসামি মো. সুমন মিয়া ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট