চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নামের ভুলে আটক, জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় মুক্ত ওবায়দুল কাদেরের সম্বন্ধি

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার একটি মামলার আসামি সন্দেহে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার একদিন পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। নুরুল হুদা বাবু (৭০) নামের হালিশহর এলাকার ওই ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর স্ত্রীর বড় ভাই। শনিবার রাতে হেফাজতে নেওয়ার পর রবিবার দুপুরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

 

পুলিশ জানায়, নগরীর কোতোয়ালী থানার একটি মামলায় নুরুল হুদা নামের একজনকে আসামি করা হয়েছে। তবে তার নাম-ঠিকানা বিস্তারিত দেওয়া নেই। তাই মামলার আসামি সন্দেহেই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়।

 

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, মূলত নামের ভুলে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে দেখা যায় এই ব্যক্তি ওই মামলার আসামি নন। তাছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলাও পাওয়া যায়নি। তবে তিনি সম্পর্কে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই বা সম্বন্ধি।

 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট