চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

না দিলে ছেলেকে গুম করার হুমকি

কোতোয়ালীতে ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে ছেলেকে গুম করার হুমকি

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

কোতোয়ালীতে নির্মাণাধীন ভবন মালিক থেকে মোবাইলে কল করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। আজ বিকেল তিনটার মধ্যে চাঁদা না দিলে ভবন মালিকের চট্টগ্রাম গ্রামার স্কুলে (সিজিএস) অধ্যয়নরত ছেলেকে তুলে নিয়ে গুম করার হুমকিও দেয়া হয়েছে। এছাড়া রাতে বাড়িতে একটি রাষ্ট্রীয় বাহিনী পাঠানোর হুমকিও দেয়া হয়। আজ রবিবার ( ১০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এই চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকির কারণে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (৭৯৯) করেছেন ভুক্তভোগী অমল চৌধুরী (৫৬)। 

 

অমল চৌধুরী নগরীর ৩৩ নং ওয়ার্ডের কোতোয়ালী থানাধীন বংশাল রোডের মহেন্দ্র লাল চৌধুরী ছেলে।

 

মোবাইলে দেওয়া হুমকির অডিও রের্কডটি প্রতিবেদকের হাতে পৌছানোর পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মজুমদার বলেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। 

 

ভুক্তভোগী অমল চৌধুরী জানান, আজ রবিবার সন্ধ্যায় আবারও অন্য একটি নম্বর থেকে কল দিয়ে ২০ লাখ টাকা নিয়ে নগরীর টাইগারপাস এলাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান, আমার ভবনের কাজ চলাকালীন গতমাস থেকে আমার কাছ থেকে নানা উপায়ে চাঁদা চাওয়া হয়েছে। আজকের ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা চাই, প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট