চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়: শামসুজ্জামান হেলালী

বিজ্ঞপ্তি

৯ নভেম্বর, ২০২৪ | ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী বলেন, আল-কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে কোন সরকারই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি।

 

শুক্রবার (৮ নভেম্বর) বাকলিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সুরভি আবাসিক সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ সুলতান আহমেদ ও ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ কামাল হোসাইন।

 

শামসুজ্জামান হেলালী আরও বলেন, বাংলাদেশে যদি কোরআনের সংবিধান প্রতিষ্ঠা হয় তাহলে আগামী ১৫ বছরের মধ্যে যাকাত নেওয়ার মত লোক পাওয়া যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষকে সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে যাচ্ছে। মহান আল্লাহ মানুষ সৃষ্টির পাশাপাশি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআনের শাসনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।

 

সহযোগী সদস্য সমাবেশে আরও বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ডের শুরা সদস্য নুর হোসাইন, থানা শুরা সদস্য মফিজুর রহমান, মুহাম্মদ ফরিদ উদ্দিন,  ওয়াহিদুল কাদের চৌধুরী, সাতকানিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন,ইকরামুল হক, এহসানুল হক মিলন, এস এম সুলতান ইয়াছিন, মাওলানা জাকির উল্লাহ রিফাত উল্লাহ, মোরশেদুল হক প্রমুখ।

 

পূর্বকোণ/এমটি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট