চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম ওয়াসা: বেতন নিয়ে ভোগান্তিতে ২৩ প্রকৌশলী, ৯ কর্মচারী

মোহাম্মদ আলী

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫৩ পূর্বাহ্ণ

২০১৭ সাল থেকে প্রকল্পের আওতায় কাজ করেছেন। বেতন নিয়েছেন প্রকল্প থেকেই। এরপর প্রকল্পের কাজ শেষ হলে ২০২৩ সাল থেকে বেতন নিচ্ছেন ওয়াসার রাজস্বখাত থেকে। তারা ওই প্রকল্পের যাবতীয় কাজ করে গেলেও বর্তমানে বেতন প্রায়শ অনিয়মিত হয়ে পড়ছে। তাতে ভোগান্তির অন্ত নেই চট্টগ্রাম ওয়াসার ২৩ প্রকৌশলী ও ৯ কর্মচারীর। অথচ ওয়াসার ৭৭তম বোর্ড সভায় তাদের চাকরি আত্মীকরণের যথাবিধি প্রক্রিয়া সম্পাদনা করার নির্দেশনা প্রদান করা হয়েছিল।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২ এর অধীনে আলোচিত ২৩ প্রকৌশলী ও ৯ কর্মচারীকে চাকরি দেওয়া হয়। দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার উৎপাদন ক্ষমতার প্রকল্পটি রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় স্থাপন করা হয়। ওখান থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শহরে পানি সরবরাহ করছে ওয়াসা। প্রকল্পের মাধ্যমে পানি শোধনাগার, ট্রান্সমিশন পাইপলাইন, শহরজুড়ে ৭০০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইনসহ অত্যাধুনিক ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপন করা হয়। এসব স্থাপনা নির্মাণকালীন সময়ে প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিলেন এবং বর্তমানে পানি শোধনাগারসহ বিভিন্ন স্থাপনা পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রকল্পের জনবলের সঙ্গে আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিতে কর্মচারীরাও নিয়োজিত আছেন। ২০২৩ সালের জুন মাসে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর কাজ শেষ হয়। ওয়াসার বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে, যতদিন পর্যন্ত তাদের নিয়মিতকরণের বিলম্ব হবে ততদিন পর্যন্ত রাজস্বখাত থেকে বেতন চালিয়ে যাওয়া হবে। কিন্তু এখন তারা রাজস্বখাত থেকে বেতন পেলেও তা অনিয়মিত হয়ে পড়েছে।

 

অভিযোগ আছে, প্রকল্পে বর্তমানে কর্মরতদের ওয়াসার হিসাব শাখায় বেতন-ভাতা ফেরতের অঙ্গীকারনামা প্রদান সাপেক্ষে তাদের বেতন-ভাতা উত্তোলন করতে হচ্ছে। এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে কর্মরতরা জানান।

 

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর প্রকৌশলী ও কর্মরতরা বলেন, আমরা প্রকল্পের শুরু থেকেই কাজ করে আসছি। ফলে প্রকল্পে কর্মরত সবাই অভিজ্ঞ। এ কারণে ২০২২ সালে ওয়াসার এক বোর্ড সভায় সিদ্ধান্তে, ‘প্রকল্পে কর্মরতরা অভিজ্ঞ হওয়ায় প্রকল্প সমাপ্তির পর তাদেরকে চাকরি আত্মীকরণের সুপারিশ করা হয়।’ কিন্তু প্রায় তিনবছর হলেও এখনও আমাদের ওয়াসায় আত্মীকরণ করা হয়নি। এ কারণে আমরা চাকরি ও জীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। শীঘ্রই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা না হলে আগামীতে আমরা কর্মবিরতি ঘোষণা করব। কর্মবিরতি পালন করলে শহরে পানি উৎপাদন, সরবরাহ ও বিতরণ বন্ধের শঙ্কা আছে। অথচ এর আগে ২০১৭ সালে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-১ কাজ শেষ হওয়ার পর প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীকে চট্টগ্রাম ওয়াসায় নিয়মিতকরণ করা হয়েছিল।

 

জানতে চাইলে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘প্রকল্প শেষ হওয়ার পর কর্মরতদের ওয়াসা থেকে বেতন ভাতা দেওয়ার একটি বোর্ড সভায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে, তাদের ওয়াসা থেকে বেতন-ভাতা দেয়া হচ্ছে। তবে এখনও তাদের ওয়াসায় নিয়মিতকরণ হয়নি। তাই বিষয়টি এখনও আগের পর্যায়ে আছে। পরবর্তী বোর্ড সভায় হয়তো এটি সিদ্ধান্ত হবে। বর্তমানে কর্মরত প্রকৌশলী ও কর্মচারীরা খুবই অভিজ্ঞ। তারা প্রকল্পটি চালু রেখেছেন। তাই হয়তো তাদের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট