চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া

গ্রিন পার্ক নয়, আগের রূপেই ‘বিপ্লব উদ্যান’ চান নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর, ২০২৪ | ৬:০৮ অপরাহ্ণ

বিপ্লব উদ্যানের নতুন মার্কেটের জন্য করা স্থাপনা ভেঙে সেখানে নাগরিকদের জন্য গ্রিন পার্ক নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নগরবাসী। গ্রিন পার্ক নয়, পুরনো সাজের ‘বিপ্লব উদ্যান’ই পুনরায় ফেরত চান তারা। দেশের শীর্ষস্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা আবু জাফর শিকদার লেখেন, ‘এটার নাম গ্রিন উদ্যান কেন হবে? আগের নামেই বিপ্লব উদ্যান রাখা হোক!’ মোহাম্মদ দুলাল নামের একজন লেখেন, ‘ আগের সবুজে ঘেরা বিপ্লব উদ্যান চাই।’ আব্দুল আলম নামের একজন লেখেন, ‘ আগের মতই নামকরণ করা হোক।’
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার এই স্থানটি সংরক্ষণে ১৯৭৯ সালে ২ একর স্থানজুড়ে গড়ে তোলা হয় বিপ্লব উদ্যান। ফলজ-বনজ নানা গাছ-গাছালিতে ভরা বিপ্লব উদ্যানে বসে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ ছিল নগরবাসীর। ২০১৮ সালে আধুনিকায়নের নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিপ্লব উদ্যানে কংক্রিটের সাজ দেন তৎকালীন মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন। এরপর ২০২৩ সালের আগস্টে নতুন করে ২০০ ফুট দীর্ঘ স্থাপনা নির্মাণসহ বিপ্লব উদ্যানকে নতুন করে সাজাতে ফের আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় চসিক। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেমে যায় কাজ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট