চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাতকানিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলার মূলহোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ

২০২০ সালের ২০ মার্চ রাতে সাতকানিয়ায় মোবাইলে ডেকে নিয়ে চুরির অপবাদে হানিফ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতা মো. হোছাইনকে গ্রেপ্তার করেছে পিবিআইয়ের চট্টগ্রাম জেলা টিম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সাতকানিয়া থানার ফকিরের মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মো. বাবুল আকতার।

 

গ্রেপ্তার আসামি মো. হোছাইন প্রকাশ হোসেন (৪১) সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছিটুয়া পাড়ার মৃত সোলাইমানের ছেলে।

 

পুলিশ পরিদর্শক মো. বাবুল আকতার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত হোছাইনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সে চার বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলো। এছাড়া অন্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট