চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

শীতের সবজি: সরবরাহ বাড়লেও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর, ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ

শীতের আগাম সবজিতে ভরপুর বাজার। বেড়েছে সরবরাহও। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনও তুলনামূলক চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মুলা, শিমসহ নানা সবজিতে বাজার ভরে উঠলেও এখনও ৬ সবজির দাম ১০০ টাকার বেশি। সপ্তাহের ব্যবধানে সাতটি সবজির দাম কিছুটা কমলেও আলু-কাঁকরোলসহ বেড়েছে তিন সবজির।

 

গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীরা জানান, দু’মাস আগে বন্যা পরিস্থিতিতে লাফিয়ে বেড়ে যায় সবজির দাম। সেসময় বন্যায় ফসল নষ্ট হওয়া, সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কারণে সবজির দাম বেড়ে যায়। তবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বাজারে আসতে থাকে শীতের আগাম সবজি। শুরুতে সরবরাহ কম থাকায় বেশ চড়া ছিল সেসব সবজির দাম। ধীরে ধীরে কমতে থাকলেও এখনও চড়া’ই রয়ে গেছে সেসব সবজির দাম।

 

বন্দরনগরীর বাজারে নতুন আসা শীতের সবজির মধ্যে ফুলকপি ১৩০, বাঁধাকপি ৬০, শিম ১৬০, মুলা ৭০, বেগুন ৬০-৮০ টাকা, কাঁচা মরিচ ১৪০ এবং শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরমধ্যে গেল সপ্তাহের চেয়ে ১০-৪০ টাকা পর্যন্ত দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন ও কাঁচা মরিচের। অন্যান্য সবজির মধ্যে লাউ ও পেঁপে ৪০, ঢেঁড়স ৬০, মিষ্টি কুমড়া ৪৫-৬০, বরবটি ৬০, করলা ৭০-৮০, কাঁকরোল ১৩০-১৪০ গাজর ১৭০ এবং পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০-২০ টাকা দাম বেড়ে আলু ৭০, টমেটো ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে পেঁয়াজ জাতভেদে ১১০ থেকে ১২০, রসুন ২১০ এবং আদা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

সবজির দামের বিষয়ে রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী বলেন, এখন শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। দামও কমতির দিকে। এখনও পুরোদমে আসতেছে না সবজি, পুরোদমে আসলে দাম আরও কমবে। এদিকে ব্রয়লার মুরগির দাম ৫ ও সোনালি মুরগির দাম ৩০ টাকা কমেছে কেজিপ্রতি। তবে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে দেশি মুরগির দাম। নগরে ব্রয়লার মুরগি ১৮৫, সোনালি ৩২০ এবং দেশি মুরগি ৫৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

অন্যদিকে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। মাছের মধ্যে পোয়া ২৬০, লইট্টা ১৬০, পাবদা ৫০০, রূপচাঁদা ৬০০, তাইল্লে মাছ আকার ভেদে ৫০০-৭০০, তেলাপিয়া ২২০-২৫০, পাঙাস ১৭০-২০০, রুই ৩৫০-৩৮০, কাতল ৪০০ এবং মৃগেল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট