মেয়াদোত্তীর্ণ কেক, অনুমোদনহীন পানীয় বিক্রি এবং মেয়াদের স্টিকার উঠিয়ে বিভিন্ন ধরনের কেক, মিষ্টি ও দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মধুবনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর নতুন চান্দগাঁও থানার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ।
এছাড়া অভিযানে পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখাসহ নানা অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ