চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অস্ত্রের খোঁজে পুকুরে জাল, মিললো থানা থেকে লুট ২ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ১০:৩৩ অপরাহ্ণ

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুকুরে ফেলা জালে ওঠে এলো দুই মোটর সাইকেল । যেগুলো থানা থেকে লুট করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এক আসামির তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড় এলাকার ব্রাহ্মণ পুকুরে এই তল্লাশি চালায় পুলিশ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, আজ সোমবার ভোরে পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আসামি মো. মাহাবুর রহমান (২৭)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটে অন্যান্য লোকজনের সঙ্গে সে ও তার সহযোগী ৬/৭ জন জড়িত ছিল। আটককৃত মো মাহাবুর রহমানের তথ্যমতে পাহাড়তলী থানাধীন কর্নেল জোন্স রোডে তার ভাড়াঘরের ভিতর অভিযান পরিচালনা করে ১ সেট ইউনিফর্ম (ক্যাপসহ), ২টি হাতঘড়ি, ৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ১ জোড়া কেডস ও ১ জোড়া সিভিল স্যু, ১টি ছাতা, ১টি ট্রাউজার, ১টি ইলেকট্রিক কেটলি, ১টি ট্রিমার, ২টি চশমা, ১টি রেইনকোট উদ্ধার করা হয়।

 

 জিজ্ঞাসাবাদে সে জানায়, পাহাড়তলী থানার লুটকৃত অস্ত্র ও কয়েকটি মোটরসাইকেল পাহাড়তলী বিটাক বাজার কলেজ রোডসংলগ্ন পুকুরে এবং কয়েকটি সরকারি ওয়াকিটকি সেট ও কয়েকটি হ্যান্ডকাপ অন্যত্র ফেলে দেয়। উক্ত তথ্যের ভিত্তিতে বিটাক বাজারসংলগ্ন কলেজ রোড পুকুরে পাহাড়তলী থানা পুলিশ দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। পুকুরে জাল ফেলে পুলিশ সদস্যদের ব্যবহৃত ২টি পোড়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, পরবর্তীতে মো. মাহাবুর রহমান জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে তার সহযোগী নুর নবী (২৫)-কে আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটিতে অভিযান পরিচালনা করে  গ্রেপ্তার করা হয়। উভয় আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, আকবরশাহ্ থানাধীন ফারুক চৌধুরীর মাঠের পশ্চিম পাশের ২ নং লেইনের শেষ মাথায় ইস্পাহানি পাহাড়ের জঙ্গলের ভিতর মাটি খুঁড়ে একটি পিস্তল চাপা দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ ইস্পাহানি পাহাড়ের জঙ্গলে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট