চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ৪৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ৩:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মো. জুয়েল (৩৪) অক্সিজেন এলাকার শহীদ পাড়া এলাকার মো. হানিফের ছেলে।

সোমবার (৪ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি কাঁচাঘরের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাঘরের পাশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করছে; এমন তথ্যের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ঝোপের আড়াল থেকে কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ২৩ বান্ডেলে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করি। পালিয়ে যাওয়ার সময় মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি ও জব্দ করা মাদকদ্রব্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট