চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাড়িতে হামলা, খুলশীতে একজনকে হাতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তের হামলায় মো. ইলিয়াস (২৮) নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ইলিয়াস ওই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৪টায় পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় এলাকার নাজুর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী মো. ইসহাক জানান, রাতে ১৫-১৬ জনের একটি দল আমাদের কলোনি বাসায় হামলা চালায়। এ সময় তারা ইলিয়াসের ঘরে ঢুকে বাসার জিনিসপত্র ভেঙে তছনছ করে। পরে তার চিৎকারে আশপাশ থেকে লোকজন বের হলে তাদের সাথেও ধস্তাধস্তি হয়। আমার বড় বোনের গলা থেকে একটি চেইনও টান দিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে ইলিয়াস একজনকে ধরে ফেলেন। এক পর্যায়ে সে ইলিয়াসের বাম হাতে গুলি করে পালিয়ে যায়। পরে ইলিয়াসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসাইন বলেন, বিষয়টি ডাকাতি বলে মনে হয়নি। পূর্বপরিকল্পিতভাবে পাহাড়তলী থেকে ১০/১৫ জন লোক এসে সেখানে হামলা করেছে। একজন আহত হয়েছেন। আগে থেকে তাদের সাথে কোন দ্বন্দ্ব আছে কি না জানার চেষ্টা করছি। ভিকটিম এজাহার দিলে মামলা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট