চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রোটারি ক্লাব অব চিটাগাং এরিসটোক্রেটের শিশু দিবস উদযাপন

বিজ্ঞপ্তি

৩ নভেম্বর, ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং এরিসটোক্রেটের উদ্যোগে শিশু দিবস উপলক্ষে আল বয়ান তাহফিজুল কুরআন সেন্টার ও এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রামের বায়োজিদ লিংক রোডের গ্রিন স্পোর্টস এরিনায় আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ছিল ডা. জয়নাল একাদশ, শহীদ একাদশ, সরোজ একাদশ, এবং নোমান একাদশ।

 

টুর্নামেন্টটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় ডা. জয়নাল একাদশ এবং রানার্স আপ হয় শহীদ একাদশ। পুরো আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত ছিল, যেখানে শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব প্রকাশ পায়। প্রতিযোগিতার ভেন্যু সাপোর্টে ছিল গ্রিন স্পোর্টস এরিনা এবং গ্রিন লিফ রেস্টুরেন্ট।

 

এই ‘এরিস্টোক্রেটস সানি ডে উইথ এঞ্জেলস’শিরোনামে আয়োজিত টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল এতিম শিক্ষার্থীদের উৎসাহিত করা, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। ক্লাবের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জার্সি উপহার দেওয়া হয়, যা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি ও খেলোয়াড়দের জন্য মেডেল প্রদান করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং এরিসটোক্রেটের প্রেসিডেন্ট এস. এম. মুহিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট ডা. জয়নাল আবেদিন মুহুরি, প্রেসিডেন্ট ইলেক্ট নোমান বিন জহির উদ্দিন, সেক্রেটারি এ. কে. এম. শহিদুল্লাহ চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ হাসান, ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া, শামিম রেজা এবং ডিরেক্টর আলি নুর মিল্টন।

 

এছাড়া উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং স্মাইলের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন চৌধুরীসহ আল বয়ান তাহফিজুল কুরআন সেন্টার ও এতিমখানার শিক্ষকবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট