চট্টগ্রাম সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ কেক-দইয়ে নতুন স্টিকার, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠান গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২৪ | ৩:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহরে মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৩ নভেম্বর) ফইল্যাতলী বাজার এলাকা এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

 

তিনি জানান, মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন স্টিকারসহ বিভিন্ন অপরাধে ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা, ইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা, আজাদ পোট্রি হাউসকে ৬ হাজার টাকা, গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা ও গাউসিয়া সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট