চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ

আজ রাত থেকে সাগরে মৎস্য আহরণ শুরু

নিজস্ব প্রতিদেক

৩ নভেম্বর, ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে উঠে যাচ্ছে।

 

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় সরকার ১৩ অক্টোবর দিবাগত রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে। আজ ৩ নভেম্বর রবিবার দিবাগত রাত ১২টায় এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাত ১২টার পর থেকে সাগরে মৎস্য আহরণ করতে পারবেন জেলেরা। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র।

 

জানা যায়, চট্টগ্রাম জেলায় প্রায় ৫০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। নিষেধাজ্ঞার কারণে তাদের মধ্যে থেকে সাগরে শুধু ইলিশ ধরা ২০ হাজার ৯১৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট