চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

রিয়াজউদ্দিন বাজারে ডাকাতিকালে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ডাকাতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় একটি টিপছোরা ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

আজ শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রিয়াজউদ্দিন বাজারের ফুটওভার ব্রিজের নিচে টাইগারপাসগামী রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মো. আলাউদ্দিন প্রকাশ শাহিন (২৭) ও মো. তুষার (২০)।

 

জানা যায়, অজ্ঞাতনামা চারজন ব্যক্তি জনৈক শাহাবুদ্দিন শেখ (২৭) ও তার সঙ্গীয় আলিফ তালুকদারকে (২৫) ভয়ভীতি দেখিয়ে তাদের হাতে থাকা দুটি স্মার্টফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পর তারা চিৎকার করলে আশেপাশে থাকা টহল পুলিশ এসে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে সদরঘাট থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গ্রেপ্তারদের কাছে থাকা একটি টিপছোরা ও লুণ্ঠিত একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার একটি দস্যুতা মামলা দায়ের হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট