চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, পাওয়া গেল চিরকুট

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৪ | ২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।

 

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় বাসার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, ‘I’m sorry, I failed as a human’।

 

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সোয়ারা কয়েকদিন ধরে ফেসবুকে পারিবারিক নানা বিষয়ে হতাশাজনক পোস্ট দিয়েছেন। সম্ভবত পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য চলছিল। শুক্রবার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে হাজির হই। তার মরদেহ বর্তমানে হাটহাজারী থানায় রয়েছে। আত্মহত্যা করেছে কী-না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

 

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট