চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

চবিতে এসে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪ | ৩:১৫ অপরাহ্ণ

নানান বিতর্কিত কর্মকাণ্ডে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফাহিম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

 

জানা গেছে, গত ১৫ জুলাই চবি’র শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি অংশগ্রহণ করে ছাত্রলীগের এই নেতা। বুধবার সন্ধ্যায় ফাহিম হোসেন রিকশাযোগে সোহরাওয়ার্দী হলের মোড়ে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ফাহিম হামলার বিষয়টি অস্বীকার করলে সেদিনের ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাটহাজারী থানায় নিয়ে যায়।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রাতে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

২০২২ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহিম হোসেন ছিলেন এক নম্বর সাংগঠনিক সম্পাদক। তিনি বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি ইকবাল টিপু ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন চবি ছাত্রলীগের এই নেতা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট