চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রতিবন্ধীদের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চাকরি মেলা আজ

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

 

আজ বৃহস্পতিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হলে এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও আশপাশের জেলার প্রতিবন্ধী ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন। মেলায় বিভিন্ন সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগ্রহী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। এতে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ ও চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।

 

আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি চাকরি মেলা নয়; বরং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং তাদের সঠিক দক্ষতা ও সামর্থ্যরে স্বীকৃতি দিতে আমাদের এক যৌথ প্রয়াস। এই আয়োজনে আরও অংশীদার হিসেবে আছে একসেস বাংলাদেশ ফাউন্ডেশন, সিআরপি, ইউসেপ, ইপসা এবং ব্র্যাক এসডিপি।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট