চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা, ১৯ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি করেন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার মো. ফিরোজ খান (৪৯)।

 

মামলায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে (৩৮) প্রধান করে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। এদের মধ্যে রাজেশ ও হৃদয়কে গতরাতেই সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হবার পর নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে অবস্থিত স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতা বাংলাদেশের একটি জাতীয় পতাকা উত্তোলন করে। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে নগরীর লালদিঘি মাঠে মহাসমাবেশ হয়। ওইদিন বিকেলে আসামিরা নিউমার্কেট মোড়ের স্তম্ভে এসে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার প্রতি অসম্মান ও অবমাননা করে জাতীয় পতাকার উপর ধর্মীয় গেরুয়া রঙের পতাকা স্থাপন করে দেন।

 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলনের ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট