চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবক আটক

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

নগরীর নিউ মার্কেট মোড়ে ‘স্বাধীনতার স্তম্ভ’ টাঙানো জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫)। রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোনির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। একটি ভিডিওতে দেখা যায়, গত ২৫ অক্টোবর কয়েকজন যুবক নিউ মার্কেট মোড়ের স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের একটি পতাকা টাঙিয়ে দেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক সৃষ্টি হয়। এরপর পুলিশ ভিডিও ফুটেজ দেখে এ দুই যুবককে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট