চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রান্নার বেগুনে পোকা, কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৩২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ৭:৫৪ অপরাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ের কুটুমবাড়ী রেস্তোরাঁয় পোকাসহ বেগুন রান্নার প্রক্রিয়ার দায়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার (৩০ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

নাসরিন আক্তার জানান, কুটুমবাড়ী রেস্তোরাঁয় নোংরা পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য  প্রস্তুত করা হচ্ছে। মেয়াদহীন খাদ্য পণ্য সংরক্ষণ ও পোকাসহ বেগুন রান্না প্রক্রিয়া চলছিল।যার কারণে উক্ত প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি এরূপ কার্য থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
এছাড়া জাকির হোসেন সড়কের খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়ক সংলগ্ন খুলশী হিল নামক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট