চট্টগ্রাম নগরীর টেরিবাজারে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত সমাবেশে আন্দরকিল্লা ওয়ার্ডের নায়েবে আমীর ও টেরীবাজার দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ফয়সাল মুহাম্মদ ইউনুস।
প্রধান অতিথি বলেন, জনগণের নিকট জামায়াতের তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি পৌঁছে দিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে নিজেকে কুরআন ও সুন্নাহর চর্চা বাড়াতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, কোতোয়ালী থানার বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং আন্দরকিল্লা ওয়ার্ড আমীর নুরুল কবির ও আন্দরকিল্লা ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ওসমান গনি।
এ সময় কোতোয়ালী থানার প্রচার ও অফিস সম্পাদক এইচ.এম ইমদাদ উল্লাহ, জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, জাকারিয়া আলম, জানে আলম, নুরুল হক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/ইব