চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

১ নভেম্বর থেকে চট্টগ্রামে পলিথিনবিরোধী অভিযান

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৪৬ অপরাহ্ণ

আগামী ১ নভেম্বর থেকে চট্টগ্রামে পলিথিনবিরোধী অভিযান শুরু হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সভায় এই তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর ও অঞ্চলিক কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, পুলিশ সুপার চট্টগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-মহাপরিদর্শক এর প্রতিনিধি, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও মেট্রোসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)গণসহ চট্টগ্রাম মহানগর ও জেলার উপজেলাসমূহের ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধিগণ এবং ছাত্র, এনজিওসহ বিভিন্ন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আগামী ১ নভেম্বর হতে দেশব্যাপী পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে মর্মে সকল অংশীজনদের অবহিত করা হয় এবং  অভিযানে সকল অংশীজনদের সহযোগীতা কামনা করা হয়। একইসঙ্গে সকলের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট