চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিপিসির অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪ | ২:০৮ অপরাহ্ণ

বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ শ্রমিকরা। গতকাল নগরীরর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল), পদ্মা আয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং এলপি গ্যাস লিমিটেডে (এলপিজি) অস্থায়ী, ঠিকাদারভিত্তিক এবং দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা শ্রমিকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই চাকরি স্থায়ীকরণের দাবিতে গেল ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাসহ ৫ উপদেষ্টা ও জ্বালানি সচিব বরাবর স্মারকলিপি দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। তারই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তারা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে শ্রমিকরা নানা ধরনের ব্যনার, ফেস্টুন ও প্লেকার্ডের মাধ্যমে শোষণমূলক বৈষম্য ও নিজেদের নানা অসুবিধার কথা তুলে ধরেন।

 

এসময় বক্তারা বলেন, চাকরি স্থায়ী না হওয়ায় আমরা বেতন-ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, বিশেষ প্রণোদনা, চিকিৎসা ভাতা, নৈমিত্তিক ছুটি, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, অবসরকালীন সম্মানিসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এসময় শ্রমিকরা আগামি ৭ কর্মদিবসের মধ্যে বিপিসির চেয়ারম্যানকে মুক্ত আলোচনার আহ্বান করেন। ফলপ্রসূ আলোচনা না হলে বিপিসির সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন তারা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট