চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

পাহাড়তলীতে ঝুট না দেওয়ায় গার্মেন্টসে ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪ | ১:৫৮ অপরাহ্ণ

ঝুট না দেওয়ায় নগরীর পাহাড়তলী সাগরিকা শিল্পাঞ্চলে একটি গার্মেন্টস কারখানায় হামলা চালানো হয়েছে। হামলাকারীরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সদস্য (যুগ্ম-সম্পাদক পদমর্যাদার) আনোয়ার হোসেন এরশাদ ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুমের অনুসারী বলে দাবি করেছে ঝুট ব্যবসায়ী মহিউদ্দিন।

 

তাদের দু’জনের উপস্থিতিতে গার্মেন্টসে তা-ব চালানো হয়। গতকাল সোমবার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দুই ঘণ্টা ধরে কারখানাটিতে হামলা চালান তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মহিউদ্দিন জানান, সাগরিকা শিল্পাঞ্চলের এইচবি নিটেক্স গার্মেন্টসে তিনি দীর্ঘদিন ধরে ঝুটের ঠিকাদারি করছেন। গত কয়েকদিন ধরে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম ও আনোয়ার হোসেন এরশাদ ঝুট নিতে জোর-জবরদস্তি করছেন। গতকাল সোমবার দুপুর একটার সময় অনুসারীদের নিয়ে এইচবি নিটেক্সে প্রবেশ করে শিপমেন্টের গাড়ি, কারখানার গ্লাস ভাঙচুর করেন। বায়ার ও কারখানার শ্রমিকদের মারধর করেন। দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তারা কারখানায় তা-ব চালান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। এ সময় মাসুম ও আনোয়ার পালিয়ে যান।

 

নাম প্রকাশ না করার শর্তে এইচবি নিটেক্সের একজন কর্মকর্তা জানান, মহিউদ্দিন আমাদের কারখানার ঝুটের ঠিকাদার। তার সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মাসুম ও আনোয়ার ঝুট নিতে তদবির করেন। তারা অনেকটা নামমাত্র মূল্যে ঝুট দেয়ার দাবি করেন। তাদের কথায় রাজি না হলে গতকাল দুুপুর একটা থেকে তিনটা পর্যন্ত ৪০-৫০ জনের একটি দল নিয়ে কারখানায় তা-ব চালান। কারখানার গ্লাস, শিপমেন্টের গাড়ি ভাঙচুর করেন। বিদেশি বায়ার এবং শ্রমিকদের মারধর করেন। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন এরশাদ জানান, এইচবি নিটেক্স গার্মেন্টসের মালিক কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা বিএনপি নেতা কামরুল হুদা। ওই গার্মেন্টসে ঝুট নিয়ে ঝামেলার খবর শুনে নগর বিএনপির একজন শীর্ষ নেতার নির্দেশে আমি সকাল সাড়ে দশটায় কারখানায় গিয়েছিলাম। সেখানে স্থানীয় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাইফুল আলম ও আকবরশাহ যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন টুনুও উপস্থিত ছিলেন।

 

আনোয়ার বলেন, গার্মেন্টসে ঝুট নিলাম হচ্ছিল। নিলামে সর্বোচ্চ দরদাতা ছিল স্থানীয় যুব সংগঠক মাসুমের একজন পরিচিত ব্যক্তি। তাকে ঝুটগুলো না দিয়ে মহিউদ্দিন নামে একজনকে দেয়া হচ্ছিল। ওই ঘটনা নিয়ে সেখানে ঝামেলা হয়। তবে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

 

অনেকটা ক্ষোভের সাথে আনোয়ার বলেন, মহিউদ্দিন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির কাছের লোক। বিএনপি নেতার গার্মেন্টস হিসেবে সেখানে দলের স্থানীয় নেতাকর্মীদের অধিকার বেশি। বহিরাগতদের বিষয়টি আমাদের কষ্ট দেয়।

 

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-জনসংযোগ) তারেক আজিজ জানান, এইচবি নিটেক্স গার্মেন্টসে হামলা করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট